ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

যে সূচিতে হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ১২:৫৮

যে সূচিতে হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেডস’
ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত কনসার্টে গান গাইতে ইতোমধ্যেই ঢাকা চলে এসেছেন অস্কারজয়ী ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান। বিসিবি কর্তৃক আয়োজিত মুজিববর্ষ কনসার্ট হওয়ার কথা ছিলো ২০২০ সালের মার্চে। তবে করোনা মহামারির কারণে স্থগিত হওয়া সেই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এবার।

মঙ্গলবার (২৯ মার্চ) এই কনসার্টে অংশ নিতে ২৪০ জনের বহর নিয়ে বাংলাদেশে এসেছেন এ আর রহমান। সোমবার (২৮ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চে অনুশীলনও করেছেন তিনি। এ আর রহমানের আগে এই কনসার্টে আরও গান গাইবেন মমতাজ এবং বাংলাদেশি ব্যান্ড দল মাইলস।

বিকেল ৪টা ১৫মিনিট থেকে মুজিববর্ষের এই অনুষ্ঠান চলবে রাত প্রায় ১২টা পর্যান্ত। অনুষ্ঠানটি মাঠে বসে উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। আর টিভির পর্দায় অনুষ্ঠানটি উপভোগ করা যাবে নিউজ টোয়েন্টিফোর এবং বিটিভিতে।

এই কনসার্টে আজ উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা। এ আর রহমান পারফর্ম করবেন দীর্ঘ সময় ধরেই। প্রায় ৩৫ টির মতো গান পরিবেশন করার কথা রয়েছে তার। এদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে মিরপুরের স্টেডিয়ামজুড়ে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা।

এক নজরে দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের সময়-সূচি:

* দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা থাকবে দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

* ছেলে ও মেয়ে শিল্পীর যৌথ কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা হবে ৪.২০ থেকে ৪.২৫ মিনিট পর্যন্ত।

* বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত গান গাইবে বাংলাদেশি ব্যান্ড দল মাইলস।

* মমতাজ গান পরিবেশন করবেন বিকেল ৫টা ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত।

* মাগরিবের নামাজের বিরতি সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৩০ পর্যন্ত ১৫ মিনিট।

* প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে যাবেন সন্ধ্যা ৭টায়।

* প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আবার জাতীয় সংগীত পরিবেশনা হবে সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত।

* এ আর রহমান মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

* ৭টা ১৫ থেকে ৭টা ৩০ পর্যন্ত পারফর্ম করবেন এ আর রহমান।

* এশার নামাজের বিরতি ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত।

* এ আর রহমান দ্বিতীয় দফা মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এরপর টানা রাত ১২টা পর্যন্ত পারফর্ম করবেন অস্কারজয়ী এই সংগীতজ্ঞ।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত