ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

প্রোটিয়াদের ৩৬৭ রানে বেধে লড়ছে টাইগাররা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ১৯:০৩  
আপডেট :
 ০১ এপ্রিল ২০২২, ১৯:০৭

প্রোটিয়াদের ৩৬৭ রানে বেধে লড়ছে টাইগাররা
বাংলাদেশের হয়ে চোখ ধাঁধানো বোলিং করেন খালেদ আহমেদ।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত আধিপত্য ধরে রেখে লড়ছে টাইগাররা। প্রোটিয়াদের ৩৬৭ রানে অলআউট করার পর এক উইকেট হারিয়ে এগোচ্ছে বাংলাদেশ দলের স্কোর।

মাঠে ব্যাট হাতে ভালোভাবেই লড়ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু ব্যক্তিগত ৯ রানে আউট হয়ে যান সাদমান।

এর আগে বাংলাদেশের হয়ে চোখ ধাঁধানো বোলিং করেন খালেদ আহমেদ। তিনি ২৫ ওভার বল করে ৯২ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট।

স্পিনার মেহেদি হাসান মিরাজ পেয়েছেন ৩ উইকেট। তিনি খরচ করেছেন ৯৪ রান।

ভালো বল করেছেন এবাদত হোসেনও। তিনি দুটি উইকেট তুলে নিয়েছেন। সব শেষ একদিনের ম্যাচের নায়ক তাসকিন কোনো উইকেট পাননি।

মিরাজের বলে সাজঘরে ফেরার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে ডিন এলগারের ব্যাট থেকে। তিনি ৬৭ রান করেছেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত