ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

ব্রাজিলের পথে বাংলাদেশের ১১ কিশোর ফুটবলার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ১৪:০৩

ব্রাজিলের পথে বাংলাদেশের ১১ কিশোর ফুটবলার
ছবি- সংগৃহীত

ব্রাজিল যাচ্ছেন বাংলাদেশের ১১ কিশোর ফুটবলার। আসন্ন মে মাসে ব্রাজিলের সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা ক্লাবের সঙ্গে অনুশীলন করবেন তারা।

২০১৮ বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা দেখে মুগ্ধ হন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা জুনিয়র। সে সময় বাংলাদেশী ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাবাজারা ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রচেষ্টায় ২০১৯ সালে ৪ কিশোর ব্রাজিলে অনুশীলন করে আসে। এরই ধারাবাহিকতায় এবার যাচ্ছেন ১১ জন।

নির্বাচিত খেলোয়াড়েরা হলেন, মেহেদি হাসান (কুমিল্লা), রনি মিয়া (হবিগঞ্জ), ইয়াসিন আরাফাত (খুলনা), নয়ন হোসেন (যশোর), আবির হাসান (রাজশাহী), অনিক দেববর্মা (হবিগঞ্জ), পাভেল বাবু (গাইবান্ধা), শঙ্কর বাকতি (হবিগঞ্জ), লিয়ন প্রধান (রংপুর), সাব্বির হোসেন (খুলনা), ইমন হোসেন (নাটোর)।

এছাড়া অতিরিক্ত ৪ খেলোয়াড় হলেন, জিসান শেখ (রাজশাহী), মোস্তাকিম আলী (কুড়িগ্রাম), রিপন হোসেন (খুলনা), নিবাস কুজুর (রাজশাহী)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। এরপর তাদের নিয়ে বিকেএসপিতে হয়েছে দুই মাসের ক্যাম্প। সেই ক্যাম্পের সেরা ১১ জনই সুযোগ পেয়েছেন ব্রাজিল যাওয়ার।

বাংলাদেশ জার্নাল/রাজু/এসএস

  • সর্বশেষ
  • পঠিত