ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

নিজের পুরো বেতন কৃষকের কন্যাদের দিলেন হরভজন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ১১:০৮

নিজের পুরো বেতন কৃষকের কন্যাদের দিলেন হরভজন
ফাইল ছবি। সংগৃহীত

ক্রিকেটের মাঠ ছেড়ে এসেছেন রাজনীতির ময়দানে। আম আদমি পার্টির হয়ে নির্বাচন করে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। আর সাংসদ হয়েই হরভজন দিলেন মহৎ এক উদ্যোগের ঘোষণা। সাংসদ হিসেবে নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষার জন্য।

নিজের এক টুইটবার্তায় হরভজন ঘোষণা দেন, ‘রাজ্যসভার সাংসদ হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যা সন্তানদের জন্য দিতে চাই। যাতে তারা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’

পাঞ্জাবের খেলাধুলার সার্বিক উন্নয়নের ব্যাপারেও বিশেষ নজর দেয়া হচ্ছে জানিয়ে বিশ্বকাপ জয়ী এই স্পিনার বলেন, তাকে যা দায়িত্ব দেয়া হয়েছে, তা তিনি যথাযথভাবে পূরণ করার চেষ্টা করবেন।

উল্লেখ্য, গতবছর ক্রিকেট থেকে অবসর নেয়ার পর আম আদমি পার্টির হয়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন হরভজন। চলতি বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে পাঞ্জাবে অভূতপূর্ব জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজনীতিতে নাম লিখিয়েই রাজ্যসভার প্রার্থী হন এই ভারতীয় কিংবদন্তি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত