ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ঐতিহ্যের সাদা-কালো শিবির থেকে মাশরাফির রূপগঞ্জে এলেন সাকিব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ১২:৪৭  
আপডেট :
 ২০ এপ্রিল ২০২২, ১২:৫৩

ঐতিহ্যের সাদা-কালো শিবির থেকে মাশরাফির রূপগঞ্জে এলেন সাকিব
ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি একটি ম্যাচেও। মোহামেডান বাদ পড়েছে সুপার লিগ থেকেই। মোহামেডান বাদ পড়ায় লিগের দ্বিতীয় অংশে এসে দল পরিবর্তনের সুযোগ পেয়ে নতুন করে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব।

রূপগঞ্জে খেলার ব্যাপারে ইতোমধ্যে সাকিবকে ছাড়পত্রও দিয়ে দিয়েছে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে ক্লাবের পক্ষ থেকেই।

রূপগঞ্জের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়াটা অবশ্য দারুণ হতে পারে সাকিবের জন্য। ডিপিএলের পয়েন্ট টেবিলের তিন নাম্বারে রয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। নবাগত দল রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দারুণ এক জয় দিয়েই সুপার লিগও দুর্দান্তভাবে শুরু করেছে মাশরাফির দল। সাকিবের সামনে যেমন অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ থাকছে তেমন ডিপিএলের ট্রফি জয়ের সুযোগটাও থাকছে।

সাকিবের রূপগঞ্জে যাওয়া নিয়ে মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আমাদের জানিয়েছিল সে খেলার ভেতরে থাকতে চায়। মোহামেডান যেহেতু সুপার লিগে উঠতে পারেনি তাই দল বদলে হলেও খেলার ভেতর থাকতে চায় সে। সেই জানিয়েছিল রূপগঞ্জের কথা। ওরা নাকি আলাপ করেছে। দল বড় বিষয় নয়, আমরা মূলত তার খেলাটাকে প্রাধান্য দিয়ে অনাপত্তিপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সাকিবকে অবশ্য শুধু চলতি মৌসুমের জন্যই ছাড়া হয়েছে মোহামেডান থেকে। সামনে মৌসুমে আবারও তাকে ফিরতে হবে মোহামেডানেই। এবারের লিগে শিরোপা প্রত্যাশী লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ বাকি আছে আর চারটি। চারটি ম্যাচেই জিততে পারলে শিরোপা জয়ের বড় সম্ভাবনা আছে মাশরাফি বিন মর্তুজার দলের জন্য। এমন অবস্থায় সাকিব আল হাসান দলের সাথে যোগ দেয়া মানে নিশ্চিতভাবেই দলের শক্তিমত্তা অনেকটা বেড়ে গেলো। রূপগঞ্জের পরের ম্যাচ থেকেই মাঠে নামবেন সাকিব।

সাকিবের আগে মোহামেডানের আরও দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও ম্যাচ খেলার ভেতর থাকার জন্য মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডিতে নাম লেখান।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত