ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

কোচের ভূমিকায় ক্রিকেটার রাজ্জাক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ১৫:৩৪

কোচের ভূমিকায় ক্রিকেটার রাজ্জাক
ছবি: সংগৃহীত

কোচ হচ্ছেন বিসিবি'র নির্বাচক প্যানেলের সদস্য ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। ১৪ মে থেকে শুরু হতে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন পরামর্শক হিসেবে স্বল্প সময়ের জন্য কাজ করবেন তিনি।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করে রাজ্জাক বলেন, হ্যাঁ, আমি এইচপির ক্যাম্পে যোগ দিচ্ছি। তবে এমন না যে এই মুহূর্তে আমি নিজের নজর কোচিংয়ের দিকে সরিয়ে নিচ্ছি।

প্রস্তাবটা অবশ্য বিসিবির কাছ থেকেই এসেছিলো। কোনো বিদেশি কোচ না পাওয়ায় রাজ্জাককে প্রস্তাব দেয় বিসিবি। বিষয়টি নিশ্চিত করে এইচপির প্রধান নাইমুর রহমান দুর্জয় বলেন, রাজ্জাকের অভিজ্ঞতা তরুণদের কাজে লাগবে বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আমরা হাই পারফরম্যান্স ইউনিটের জন্য এখনও কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই রাজ্জাককে দায়িত্ব নিতে বলি।

রাজ্জাকের সঙ্গে এইচপির কোচিংয়ে ব্যাটিং পরামর্শক হিসেবে দেখা যেতে পারে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে। এছাড়া হেড কোচ টবি রেডফোর্ড ঢাকায় আসবেন ১ জুন। পেস বোলারদের পরামর্শক হয়ে আসবেন লঙ্কান চাম্পাকা রামানায়েকে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত