ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

প্রথমবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ১৮:০৮  
আপডেট :
 ২৬ এপ্রিল ২০২২, ১৯:০৫

প্রথমবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল
ছবি: সংগৃহীত

আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

মঙ্গলবার আবাহনী লিমিটেডের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাজী নুরুল হাসান সোহানের অপরাজিত ৮১ (৮১) রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

যদিও ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিলো দলটি। সেখান থেকে অতি মানবীয় ইনিংস খেলে দলকে জয় পাইয়ে দেন কাজী নুরুল হাসান সোহান।

১৪ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। চার পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ (২০)। শেষ ম্যাচ জামালের সঙ্গে রূপগঞ্জ জিতলেও তাদের পয়েন্ট হবে ২২। তাই এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো ধানমন্ডির ক্লাবটি।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত