ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

উদ্বোধনী জুটিতে সাগরিকায় উড়ছে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২২, ১২:৩৮

উদ্বোধনী জুটিতে সাগরিকায় উড়ছে বাংলাদেশ
ছবি- ইএসপিএন ক্রিকইনফো

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে যেন রানের ফুলঝুরি ছোটাচ্ছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল আর মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত খেলতে থাকা এই জুটি ৬২ মাস পর বাংলাদেশকে এনে দিয়েছেন শতরানের উদ্বোধনী জুটি।

সাগরিকায় এদিন দ্বিতীয় সেশন শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। দুর্দান্ত ব্যাটিংয়ের পসরা সাজিয়ে শ্রীলঙ্কান বোলারদের শাসন করে বাংলাদেশ দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছেন তামিম আর জয়। ইতোমধ্যেই নিজেদের ব্যক্তিগত অর্ধশত পেরিয়েছেন দুই ব্যাটসম্যানই। তামিম তো ছুটছেন শতকের দিকে।

এদিকে আবার টেস্ট ক্যারিয়ারের নিজের ৩২তম অর্ধশতকের পাশাপাশি এ সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও হয়ে গেছেন তামিম। চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৬৫ টেস্ট ক্যারিয়ারে তামিম ইকবালের রান ছিল ৪৮৪৮। আর ৮১ টেস্টে ৪৯৩২ রান নিয়ে তার চেয়ে ৮৪ রানে এগিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশন শেষে ৮৯ রান নিয়ে এখন পর্যন্ত ৬৬ টেস্টের ক্যারিয়ারে তামিমের রানসংখ্যা ৪৯৩৭। ব্যক্তিগত ৮৫ রানের সময় মুশফিককে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। অন্যদিকে ক্রিজের ওপর প্রান্তে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে ৫৭ রানে ব্যাট করছেন মাহমুদুল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ম্যাচের দ্বিতীয় দিন বিকেলে শেষ সেশনে ১৯ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তুলে দিন শেষ করে টাইগারদের দুই ওপেনার তামিম-জয়। কাল যেখানে শেষ করেছিলেন আজ যেন সেখান থেকেই শুরু করেন দুজনই।

নিজের ঘরের মাঠ সাগরিকা, তার ওপর উইকেটের সহায়তা পেয়ে সকাল থেকেই চালিয়ে খলতে থাকেন তামিম। আগ্রাসী ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি তুলে নেন তামিম। অফ স্পিনার রমেশ মেন্ডিসকে বাউন্ডারি মেরেই ৩২তম টেস্ট ফিফটি করেন ৭৩ বলে।

তামিমের ফিফটির পর জয়ও ছুটেছেন সিনিয়রের দেখানো পথেই। ১১০ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত