ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিশ্ব ফার্নান্দোর কনকাশন হয়ে মাঠে কাসুন রাজিথা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২২, ১৪:০৮

বিশ্ব ফার্নান্দোর কনকাশন হয়ে মাঠে কাসুন রাজিথা
কাসুন রাজিথা। ফাইল ছবি

চট্টগ্রাম টেস্টের একাদশে তাকে রাখেননি শ্রীলঙ্কার কোচ। তবে কাসুন রাজিথা মাঠে নেমে গেলেন টেস্টের তৃতীয় দিনে এসে। বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হয়ে মাঠে নামেন রাজিথা।

টেস্টের দ্বিতীয় দিন চা বিরতি থেকে ফিরে শরীফুল ইসলামের এক বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বিশ্ব ফার্নান্দো। পরে অবশ্য ইনিংসের শেষে এসে আবার ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ফিল্ডিংয়ে নেমে বোলিংও করেন আট ওভার। কিন্তু তৃতীয় দিন তাকে আর মাঠে নামায়নি শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট।

শরীফুলের বাউন্সারে তার ঘাড়ে বল লাগার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে টিম ম্যানেজমেন্ট। সেজন্যই বাঁহাতি এই পেসারের কনকাশন সাব হিসেবে তৃতীয় দিনে মাঠে নামানো হয়েছে ডানহাতি মিডিয়াম পেসার কাসুন রাজিথাকে।

চট্টগ্রামে দ্বিতীয় দিন শেষেই লঙ্কান টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছিলো, প্রয়োজন পড়লে ফার্নান্দোর কনকাশন সাব নামানো হবে। তবে দ্বিতীয় দিন বল হাতে মাঠে নামলেও তৃতীয় দিন এসে তাকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত