দুই দিনের সফরে বাংলাদেশে আইসিসি সভাপতি
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২২, ১৪:৪৮
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে। রোববার দুপুর ১টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
|আরো খবর
দুই দিনের সফরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বার্কলে। এছাড়া বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন কাঠামো ঘুরে দেখবেন তিনি। পরিদর্শন করবেন পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও।
২০২০ সালের ২৫ নভেম্বর আইসিসির সভাপতি নির্বাচিত হন পান বার্কলে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। তবে তার এই সফরের এজেন্ডা এখনও স্পষ্ট নয়।
বার্কলের সৌজন্যে একটি নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বাংলাদেশ জার্নাল/রাজু