ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট বার্সার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২২, ০৯:০৪

রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট বার্সার
ছবি- সংগৃহীত

পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের দাগটা এখনও দগদগে বার্সেলোনার নারী দলের। সেই আঘাত সামলে নিতে না নিতেই মাত্র ৫ দিনের মাথায় কোপা দে লা রেইনার সেমিফাইনাল খেলতে। প্রতিপক্ষ আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে এবার নিজেদেরকে আর কোনো আঘাত পেতে দেয়নি বার্সার প্রমীলারা। চিরশত্রু রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েই উঠে গেছে টুর্নামেন্টের ফাইনালে।

ম্যাচের শুরু থেকেই খেলার ওপর নিয়ন্ত্রণ ছিলো বার্সেলোনার। খেলার শুরুর দিকেই বার্সার দুটি শট আঘাত করে পোলপোস্টে। ম্যাচের ১৯ মিনিটে এসে প্রথম গোল পায় বার্সেলোনা। অ্যালেক্সিয়া পুতেয়াসের ক্রস থেকে বল পেয়ে লিয়েকে মার্টেন্স বল জড়ান মাদ্রিদের জালে।

প্রথমার্ধ্বে আরও বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে পারেনি বার্সা। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই অবশ্য লিড দ্বিগুন করে বার্সেলোনা। আসিস্তাত অশোয়ালার দারুণ একটা প্রচেষ্টা আটকে দেন রিয়াল গোলরক্ষক মিসা, তবে আইতানা বোনমাতির ফিরতি শট আর আটকাতে পারেননি তিনি। ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এই গোলের চার মিনিট পরেই আরও একবার গোলের উল্লাসে মাতে দলটি। মার্টেন্সের ক্রসে মাথা ছুঁইয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে নেনে মারিওনা কালদেনতে।

ম্যাচের ৭৫ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে বার্সেলোনা। অশোয়ালার দুর্দান্ত এক গোলে ৪-০ গোলের জয় নিয়েই টুর্নামেন্টের ফাইনালে উঠে যায় পুতেয়াসরা।

আগামী রোববার (২৯ মে) ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ স্পোর্তিং হুয়েলভা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত