ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

মহিলা ক্রীড়া সংস্থার দুই দিনব্যাপী বয়সভিত্তিক সাঁতার শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২২, ২১:৫০

মহিলা ক্রীড়া সংস্থার দুই দিনব্যাপী বয়সভিত্তিক সাঁতার শুরু
প্রতীকী ছবি

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী সুলাতানা কামাল আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা আজ শুরু হয়েছে।

শুক্রবার ধানমন্ডি সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেছেন।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী ও সাঁতার সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী, সদস্য সচিব আয়েশা বেগমসহ সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

প্রতিযোগিতায় দেশের ১৯ জেলা থেকে সর্বমোট ১১৪ জন খেলোয়াড় বয়সভিত্তিক ৩ গ্রুপে ৯ ইভেন্টে অংশ গ্রহণ করছে।

অংশগ্রহণকারী জেলা দলগুলো হচ্ছে- বান্দারবান, রংপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ভোলা, বাগেরহাট, রাজবাড়ি, মাদারীপুর, ঢাকা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, শরিয়তপুর।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত