ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভারতের ক্রিকেটপাড়ায় শোকের ছায়া

‘জীবন বড়ই ঠুনকো’: কেকে’র মৃত্যুতে উপলব্ধি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২২, ১৩:৪৪

‘জীবন বড়ই ঠুনকো’: কেকে’র মৃত্যুতে উপলব্ধি
প্রয়াত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। ফাইল ছবি

নিজের গাওয়া বিখ্যাত একটি গান ছিলো ‘জিন্দেগি দো পাল কি’। সেই গানের সার্থকতা প্রমাণ করতেই কিনা হঠাৎই কোটি ভক্তকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ, সবাই যাকে চিনতো কেকে নামেই।

যেই গান দিয়ে জয় করেছিলেন অগণিত মানুষের হৃদয়, যেই কথা আর সুরে সিক্ত হয়েছিলেন সীমাহীন মানুষের ভালোবাসায়, শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই গান গেয়েই চলে গেলেন কেকে। বুধবার (৩১ মে) রাতে কলকাতার নজরুল মঞ্চে একটি কনসার্টে পারফর্ম করার পর হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভারতের সঙ্গীতাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন ৫৩ বছর বয়সী এই শিল্পী।

জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ ভারতসহ উপমহাদেশের বিনোদনজগত। আর ভারতের বিনোদন জগতের সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা বেশ জোরালো। কেকে’র মৃত্যুতে তাই ভারতের ক্রিকেটাঙ্গনও হয়েছে শোকস্তব্ধ। তার মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কেকে’র আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন তাদের অনেকেই।

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শোকবার্তায় লিখেছেন, ‘কলকাতায় পারফর্ম করার সময় অসুস্থ হয়ে কেকে’র মৃত্যুর খবর শুনে দুঃখ পেয়েছি। জীবন যে কতটা ঠুনকো সেটারই যেন আরেকটি প্রমাণ এটি।’

সাবেক অধিনায়ক এবং ব্যাটসম্যান বিরাট কোহলি এক টুইটবার্তায় লিখেছেন, ‘আমাদের সময়ের একজন অনন্যসাধারণ সঙ্গীতশিল্পীকে আকস্মিকভাবে হারিয়ে ফেললাম।’

ভারতের সাবেক কোচ এবং কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে লিখেছেন, ‘কেকে’র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য সমবেদনা রইলো।’

ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ টুইটে করেছেন, ‘অসাধারণ সঙ্গীতশিল্পী কেকে’র অকালমৃত্যুতে আমি শোকাহত। তার সঙ্গীতের মধ্য দিয়েই সে বেঁচে থাকবে। তার পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য সমবেদনা রইলো।’

বিশ্বকাপজয়ী সাবেক স্পিনার হরভজন সিং শোক প্রকাশ করে লিখেছেন, ‘প্লেব্যাক গায়ক কেকে’র আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়েছি। তার সুমধুর ও মিষ্টি গানগুলো কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যেত। তার পরিবার, বন্ধু ও অনুসারীদের আমার সমবেদনা রইলো, তিনি যেন চিরশান্তিতে থাকেন।’

ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না যে আমরা কেকে-কে হারিয়ে ফেললাম! ইস্তাম্বুলে আমরা যে অসাধারণ কিছু সময় কাটিয়েছি পারফরম্যান্সের সময়ে, সেটা মনে থাকবে। খুবই হাসিখুশি দিলখোলা একজন মানুষ ছিলেন।’

ক্রিকেটের তারকারা বাদেও ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান থেকে শুরু করে অন্যা কেকে’র মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের ক্রীড়াজগতের অন্যরাও।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত