ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আত্মঘাতী গোলেই কপাল পুড়লো ইউক্রেনের, ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২২, ০৩:৩৮

আত্মঘাতী গোলেই কপাল পুড়লো ইউক্রেনের, ৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস
ছবি- সংগৃহীত

ইউক্রেনের আশাকে নিরাশায় পরিণত করে ৬৪ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিলো ওয়েলস। রোববার (৫ জুন) বিশ্বকাপের বাছাই পর্বের প্লে-অফে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ১-০ গোলে পরাজিত করে কাতার বিশ্বকাপের টিকিট অর্জন করে গ্যারেথ বেলের ওয়েলস।

নিজেদের স্বপ্ন সত্যি করে বিশ্বকাপের যাওয়া নিশ্চিত করতে পূর্ণ শক্তির দল নিয়েই কার্ডিফে এসেছিল ইউক্রেন। তবে শেষ পর্যন্ত এক আত্মঘাতী গোলি তাদের বিশ্বকাপ স্বপ্নের হন্তারক হয়ে আবির্ভূত হলো। তাও আবার সেই গোলটি এসেছে ইউক্রেনের অধিনায়ক ইয়ারমোলেনকোর মাথা থেকে।

খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করেই খেলতে থাকে ইউক্রেন। নিজেদের পায়ে ৬৮ শতাংশ বল রেখে ওয়েলসকেই চাপে রাখে তারা। তবে খেলার ধারার বিপরীতে ম্যাচের ৩৪ মিনিটের ঐ আত্মঘাতী গোলে এগিয়ে যায় ওয়েলস। ম্যাচ শেষে যেটি হয়ে গেছে ওয়েলসের সৌভাগ্যের সূচক। ওয়েলসের গোলমুখে ২২টি শট নিয়েও আর কোনো লাভ হয়নি ইউক্রেনের।

ইউক্রেন অধিনায়কের আত্মঘাতী গোলেই ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের টিকিট পেল ওয়েলস। কাতার বিশ্বাকপে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, ইরান আর যুক্তরাষ্ট্রের সঙ্গী হলো গ্যারেথ বেলরা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত