ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

বাহরাইনের কাছে বাংলাদেশের হার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৮:৪৩

বাহরাইনের কাছে বাংলাদেশের হার
ছবি: সংগৃহীত

হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করলো বাংলাদেশ। বাছাইপর্বের ম্যাচে বাহরাইনের বিপক্ষে খেলতে নেমে ২-০ ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা।

বুধবার এশিয়া কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের গ্রুপ ই’র ম্যাচে প্রথমার্ধে দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৩৪ মিনিটে আলী হার্মার গোল করে বাহরাইনকে লিড এনে দেন। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কামিল আল আসওয়াদ।

এর আগে ১৯৭৯ সালে বাহরাইনের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। ফুটবলে বাংলাদেশের তখন সোনালী সময়। ওই সময়ও বাহরাইনের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। সেবারও দুই গোলে হেরেছিলো।

শক্তিতে আরও এগিয়ে যাওয়া বাহরাইনের বিপক্ষে দুই গোলের হারকে তাই খারাপ ফল হিসেবে দেখার সুযোগ নেই।

২০২৩ সালে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। মূল আসরে অংশ নেবে ২৪ দল। এরই মধ্যে ১৩ দলের আসরে জায়গা চূড়ান্ত হয়েছে। বাকি ১১ দল এশিয়া কাপে জায়গা পাবে ছয়টি গ্রুপ থেকে। অনুমিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন ছয় দল সরাসরি মূল আসরের টিকেট পাবে। ছয় গ্রুপের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকার ভিত্তিতে পাঁচটি দল জায়গা পাবে আসরে। বাহরাইন ছাড়াও বাংলাদেশের গ্রুপে আছে মালয়েশিয়া ও তুর্কমেনিস্তান।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত