ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

৮ বছর পর বিজয়ের ২৩ রান

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২২, ০৩:২৩  
আপডেট :
 ২৫ জুন ২০২২, ০৩:৩২

৮ বছর পর বিজয়ের ২৩ রান
ছবি: সংগৃহীত

টাইগার বাহিনী সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে অল-আউট হলেও সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংস শেষ করেছে ২৩৪ রান সংগ্রহ করে।

টসে হেরে ব্যাট করতে নেমে দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৭৭ রান তোলে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১০ রানে ফেরার পর তামিম ফেরেন ৪৬ রানে।

এরপর প্রায় আট বছর পর টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয়কে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন নাজমুল হোসেন। তবে টেস্টে ফেরা নিয়ে অনেক আশার কথা শুনিয়ে আশাহত করেছেন বিজয়। এলবিডব্লুর ফাঁদে পরে ২৩ রানে থামেন তিনি।

বিজয়ের পর সাকিব আল হাসানকে ৮ রানের মাথায় বোল্ড করেন জ্যাডেন সিলস। নুরুল হাসান সোহানকে ৭ রান করে ফিরতে হয় জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

দ্বিতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে একা হাতে উদ্ধার করেন লিটন দাস। দলের বিপাকে লিটনকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মেহেদী হাসান। ৯ রান করে ক্যাচ তুলে দেন মায়ার্সের বলে।

একের পর এক উইকেট হারাতে থাকলেও লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। যদিও পঞ্চাশ পূর্ণ করে থাকতে পারেননি বেশিক্ষণ। ৭০ বলে ৫৩ রানের ইনিংস খেলে জোসেফের বলে তুলে দেন ক্যাচ।

দলীয় ১৯১ রানের মাথায় ৮ উইকেট হারানোর পর ৩৬ রানের মূল্যবান জুটি গড়েন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। শরিফুল সাজঘরে ফেরেন ২৬ রান করে। এবাদত মাঠ ছাড়েন ২১ রানে অপরাজিত থেকে। অন্যদিকে খালেদ আহমেদ করেন ১ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত