ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

বন্যাকবলিত মানুষের পাশে মুশফিক

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২২, ২০:১৬

বন্যাকবলিত মানুষের পাশে মুশফিক
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দি লাখ লাখ মানুষ। বন্যাকবলিত মানুষের সহযোগিতায় ত্রাণ সামগ্রি নিয়ে এগিয়ে এসেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত হাজারো প্রতিষ্ঠান। এবার সেই কার্যক্রমে নিজেকে যুক্ত করলেন বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় মুখ মুশফিকুর রহিম।

ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিজের এক মাসের বেতন দিয়েছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

বিসিবি থেকে বর্তমানে প্রতি মাসে ৬ লাখ টাকা বেতন পান মুশফিক। নিজের সেই বেতনের পুরোটাই বন্যার্তদের জন্য প্রদান করেছেন তিনি।

অসহায় বা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় নিজের সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করেন দেশসেরা এই ক্রিকেটার। এর আগে করোনার সময় নিজে দান করার পাশাপাশি নিজের ব্যাটও নিলামে তোলেন মুশফিক।

এছাড়াও মুশফিক নিজের অর্গানাইজেশন ‘এমআর ১৫’ থেকেও সাহায্য করে থাকেন। এই মুহূর্তে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই ক্রিকেটার। চলতি মাসের শেষদিকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে উড়াল দেবেন মুশফিক। হজে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন জাতীয় দলের অন্যতম সেরা এই ক্রিকেটার।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত