আজ টিভিতে দেখতে পারেন যেসব খেলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২২, ০৭:৪০ আপডেট : ২৯ জুন ২০২২, ০৭:৫০

ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
ওয়ানডে সিরিজে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে সাদা পোশাকে মাঠে নামছে অস্ট্রেলিয়া। টেনিসের সবচেয়ে মর্যাদার গ্র্যান্ড স্লাম উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আজ থেকে।
|আরো খবর
চলুন এক নজরে দেখে নেয়া যাক ক্রীড়াপ্রেমীরা আজ কোন টিভি চ্যানেলে কোন খেলা বা খেলার অনুষ্ঠান উপোভোগ করতে পারবে।
ক্রিকেট
গল টেস্ট(১ম দিন)
শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
সকাল ১০টা ৩০ মিনিট
সনি টেন ২ফুটবল
ফুটবল শো
উইমেন্স ইউরো প্রিভিউ
রাত ১২টা
সনি টেন ২টেনিস
উইম্বলডন
২য় রাউন্ড
বিকেল ৪টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২বাংলাদেশ জার্নাল/এসএস