সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হয়ে হজ পালনে শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১৪:১১ আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৫:৫৯

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হয়ে পবিত্র হজ আদায় করতে গেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। খবরটি দিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নিজেই।
|আরো খবর
হজ পালনের জন্য আবশ্যকীয় ইহরাম বাঁধা অবস্থায় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে শোয়েব লেখেন, ‘আলহামদুলিল্লাহ্! সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে মর্যাদাপূর্ণ হজ পালন করতে যাচ্ছি।’
সাবেক এই গতিতারকা আরও জানান, মক্কায় মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে হজ কনফারেন্স উপস্থিত থাকবেন তিনি।
তকে এই মর্যাদার অংশীদার হওয়ার সুযোগ করে দেয়ার জন্য সৌদি আরব আর পাকিস্তানের দূতাবাসকে ধন্যবাদও জানান শোয়েব।
বাংলাদেশ জার্নাল/এসএস