ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কাতেই বসছে এশিয়া কাপের আসর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ১০:৩৭

শ্রীলঙ্কাতেই বসছে এশিয়া কাপের আসর
ছবি- সংগৃহীত

সকল শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই বসতে চলেছে এবারের এশিয়া কাপের আসর। করোনা মহামারির আঘাতের পর গত কয়েক মাস ধরে তীব্র রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কা হয়ে উঠেছিলো দিশেহারা এক দেশ। দেশটির প্রধান অর্থনৈতিক খাত পর্যটন ব্যবস্থা ধ্বসে পড়ায় সঙ্কট দেখা দিয়েছিলো দেশের রিজার্ভে। দেশটির ক্রিকেট পড়ে গিয়েছিলো অনিশ্চয়তায়। তবে দেশের মানুষের বিক্ষোভের জেরে রাজনৈতিক পালাবদলের পর ধীরে ধীরে কাটতে শুরু করেছে শঙ্কার কালো মেঘ। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দ্বীপ রাষ্ট্রটি। ফলে দেশটিতে এশিয়া কাপ হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিলো এখন কেটে গেছে সেটিও।

আসন্ন এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতেই হচ্ছে কিনা এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, মূলত এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) থেকেই এটি আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাতেই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়তো কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থাকায় এবারের এশিয়া কাপও হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ আমন্ত্রিত আরও একটি দল অংশ নেবে।

৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য এসিসিও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই মনে করেন নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মত হাই প্রোফাইল দলগুলোও যাবে এশিয়া কাপ খেলতে। তাই আমাদের চেয়েও এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।

এরই মধ্যে অস্ট্রেলিয়াকে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে আর তিন টি-টোয়েন্টিতে আতিথেয়তা দিয়ে শ্রীলঙ্কা বুঝিয়ে দিয়েছে মাঠের আয়োজনে তারা নিজেরাও প্রস্তুত। এছাড়াও লঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। অর্থনৈতিক শঙ্কটের মাঝেই ক্রিকেটকে এতোদূর এগিয়ে নিয়ে যাওয়ায় আগামী ২৭ আগষ্ট সূচিতে থাকা এশিয়া কাপ নিয়েও তাই কোনো শঙ্কা দেখছেন না বিসিবি প্রধান নির্বাহী।

বিগত দুই বছর বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে এশিয়া কাপের আসর বসতে পারেনি। অবশেষে দুই বছর পর এবার বস্তে চলেছে এশিয়ার বিশ্বকাপ এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসর।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত