ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন সোহান

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২, ০৪:৫৫

চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন সোহান

নুরুল হাসান সোহান অধিনায়ক হিসেবে প্রথম জয়টা পেলেন। তারপরই পেলেন দুঃসংবাদ। আঙুলের চোটের জন্য তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন চোট পান সোহান। হাসান মাহমুদের বলে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। পরে এক্সরে করা হলে তর্জনীতে চিড় ধরা পড়ে।

বাংলাদেশ দলের সঙ্গে থাকা ফিজিও মোজাদ্দেদে আলফে সানি জানিয়েছেন, ‘আমরা সোহানের আঙুলে এক্সরে করিয়ে চিড় পেয়েছি। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগে। এ জন্য সে শেষ টি-টোয়েন্টি ও আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে পারছে না। ’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়কত্ব। প্রথম ম্যাচে নিজে ব্যাট হাতে ভালো করলেও দলকে জেতাতে পারেননি। কিন্তু দ্বিতীয়টিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে না তার।

শেষ ম্যাচের অধিনায়কত্ব কে করবেন এ নিয়েও এখন কিছু জানায়নি বিসিবি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত