ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলতে অনুরোধ ভারতের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০২:৪৮

ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলতে অনুরোধ ভারতের

গত ১৬ আগস্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছিলো ফিফা। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে অনুরোধ জানিয়েছে তারা।

ফিফার প্রায় সব দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন করেছে এআইএফএফ।

ফিফার শর্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটিকে (সিওএ) ভারতীয় ফুটবলের পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। সেই কমিটি সরে যেতেই ভারতীয় ফুটবল পরিচালনার দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি। নির্বাচনের প্রস্তুতিও চলছে। এরই মধ্যে মনোনয়নপত্রও জমা পড়ে গেছে।

ফিফার সচিব ফাতমা সামৌরাকে পাঠানো চিঠিতে এআইএফএফের কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। প্রশাসক কমিটিকে সরিয়ে দিয়ে ভারতীয় ফুটবলের কার্যভার এআইএফএফের হাতেই তুলে দেয়া হয়েছে। নিয়ম মেনে তাড়াতাড়ি নির্বাচন করা হবে। নিষেধাজ্ঞা তোলার জন্য ফিফা যা যা শর্ত দিয়েছিল, সেগুলো মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনুরোধ করছি, ভারতীয় ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক। তাহলে এআইএফএফ সুষ্ঠুভাবে ভারতীয় ফুটবল পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত