ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ঝলক দেখিয়ে ঝটপট আউট সাব্বির-মিরাজ

  মেহেদী হাসান রাজু

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ২০:২৭  
আপডেট :
 ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:১৭

ঝলক দেখিয়ে ঝটপট আউট সাব্বির-মিরাজ
ফাইল ছবি

১০৭৬ দিন পর একাদশে ফিরেই মেহেদী হাসান মিরাজকে নিয়ে ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান। শুরুতে ঝলক দেখালেও মাঠে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

কুশল মেন্ডিসের বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলনে ফেরার আগে ৬ বল খেলে ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন ৫ রান। সাব্বিরের চলে যাওয়ার পর মাঠে নেমেছেন সাকিব আল হাসান।

এদিকে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পাওয়ার প্লেতে ২৬ বল খেলে ৩৮ রান করেন তিনি। তবে সপ্তম ওভারেই ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। মিরাজের পর মাঠে নামেন মুশফিক কিন্তু কুশল মেন্ডিসের বলে মাত্র ৪ রান করে তিনিও ফেরেন সাজঘরে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার ব্যাট করে ৬৩ রান সংগ্রহ করেছে টিম বাংলাদেশ, হারিয়েছে ৩ উইকেট।

গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হতাশাজনক পারফর্ম করেছে বাংলাদেশ। এ ম্যাচ জিততে পারলেই নিশ্চিত হবে সুপার ফোর আর হারলে কপালে জুটবে বাড়ি ফেরার টিকেট। একই সমীকরণ শ্রীলঙ্কার বেলাতেও।

এদিকে ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে টানা দুই জয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত করেছে আফগাস্তিান। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর বাংলাদেশের দেয়া ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে তারা জিতেছিলো ৭ উইকেটে।

একাদশে আজ তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই ওপেনার নাঈম ইসলাম ও এনামুল হক বিজয়। এ ছাড়া আগের ম্যাচে দলে থাকা মোহাম্মদ সাইফউদ্দিনও আজকের একাদশে জায়গা । তাদের জায়গায় দলে এসেছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ। একইসাথে টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে পেসার এবাদত হোসেনের।

বাংলাদেশের একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ

দানুশকা গুনাতিলাকা, পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকসানা, আসিতা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত