ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৭

বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখানো নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশে বহু ক্রিকেট ভক্ত টিভিতে খেলা দেখেন। ছবি: বিবিসি

ক্রিকেট বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু এখনো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান আসন্ন অক্টোবরের ১৬ তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের সত্ত্ব পায়নি। খেলা বাংলাদেশের টেলিভিশনে দেখানো যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির আয়োজিত ক্রিকেট ম্যাচগুলো সম্প্রচার করে স্টার গ্রুপের প্রতিষ্ঠান স্টার ডিজনি। বাংলাদেশে স্টার ডিজনি অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে স্পোরডিয়াম। বাংলাদেশের জন্য বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব কিনে থাকে যেসব প্রতিষ্ঠান, এটি তার অন্যতম।

কিন্তু আর কয়েক সপ্তাহ পরে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে, সেটি বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল দেখাতে পারবে কিনা, তা এখনো অনিশ্চিত।

স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল'র বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সম্প্রচার সত্ত্ব কেনার জন্য অর্থ পাঠানোর ছাড়পত্র এখনো না পাওয়ার কারণেই এই অনিশ্চয়তা। বর্তমানে আমাদের এশিয়া কাপের অ্যাপ্লিকেশনটা এখনো প্রসেস হয়নি। সেটার জটিলতায়ই এখন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড-কাপের সম্প্রচারটা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউজুয়ালি এগুলা ১০০ পারসেন্ট প্রি-পেমেন্ট হয়ে থাকে।

স্পোরডিয়ামের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল'র বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, এখন এশিয়া কাপের পেমেন্ট করতে পারিনি দেখে, বাংলাদেশ উইমেন্স এশিয়া কাপ হোস্ট করছে, যেটা অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে সিলেটে—চারটা দেশ খেলবে ওখানে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, সেটারও সম্প্রচার সত্ত্ব নিয়ে আমাদের কাছে কোন নির্দেশনা নাই। এখন আমরা স্টার স্পোর্টসের সাথেও আলোচনা করতে পারছি না যে আমাদের ওটা দেখানোর পারমিশন দেবে কিনা। কারণ আমরা অলরেডি একটা ডেডলকে চলে গেছি স্টার স্পোর্টসের সাথে, তাদেরকে আমাদের আগের ইভেন্টের টাকা পাঠাতে পারিনি।

মি. জিয়াউদ্দিন বলেছেন, আইসিসি এবং এসিসির নিয়ম অনুযায়ী সম্প্রচার সত্ত্বের মেয়াদ থাকে চার বছর, অর্থাৎ ওই চার বছর সংস্থা দুইটির যত টুর্নামেন্ট হবে, সেটি ওই লাইসেন্স দিয়ে দেখানো যাবে। কিন্তু এক্ষেত্রে শর্ত হচ্ছে, প্রতিটি টুর্নামেন্ট শুরুর আগে চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করতে হবে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত