ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

প্রোটিয়াদের দেয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৪১  
আপডেট :
 ২৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৭

প্রোটিয়াদের দেয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। তিরুঅনন্তপুরমে আজকের ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা।

ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়ে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন কেশভ মহারাজ। হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়ার আগে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪১ রান করেন তিনি।

আজকের ম্যাচে রানের দেখা পাননি অধিনায়ক টেম্বা বাভুমাসহ দক্ষিণ আফ্রিকার চার ক্রিকেটার। ব্যাট হাতে প্রোটিয়ারা সুবিধা করতে না পারলেও বল হাতে বেশ সফল ভারতীয় বোলাররা।

আর্শদীপ সিং তার আগুন বোলিং-এ ৩২ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। দীপক চাহার ও হর্ষল প্যাটেল নিয়েছেন ২টি করে উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া, হারিয়েছে ২ উইকেট।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, অর্শদীপ সিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ত্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, অ্যানরিচ নরকিয়া, তাবরেজ শামসি।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত