ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

লিগ খেলতে মালদ্বীপে গেলেন সাবিনা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১  
আপডেট :
 ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৯

লিগ খেলতে মালদ্বীপে গেলেন সাবিনা
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত

ক্লাব মালদ্বীপ কাপে খেলার জন্য বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন দেশটির পথে রওনা হয়েছেন। এ নিয়ে চতুর্থবারের মতো মালদ্বীপে খেলতে গেলেন বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড।

শুক্রবার ফেইসবুকে মালদ্বীপের পথে রওনা হওয়ার ছবি পোস্ট করেন সাবিনা। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেন, মালদ্বীপ যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসছে ক্লাব মালদ্বীপ কাপ-২২ খেলতে।

কদিন আগে সাবিনার অধিনায়কত্বে ও নজরকাড়া নৈপুণ্যে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ, নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে।

কাঠমান্ডুর আসরে পাঁচ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন সাবিনা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

গত বছর মালদ্বীপের দল মালদ্বীপ আর্মির হয়ে খেলেছিলেন সাবিনা। এবারও তাদের জার্সিতে খেলার কথা তার। সাবিনার সঙ্গে মালদ্বীপে গেছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। দেশের ক্লাব ফুটবলে দুজনে বসুন্ধরা কিংসের সতীর্থ।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত