ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগ্রেসরা

  মেহেদী হাসান রাজু

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২, ১০:৪৪  
আপডেট :
 ০১ অক্টোবর ২০২২, ১০:৫৮

৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগ্রেসরা
বাংলাদেশ-থাইল্যান্ড নারী ক্রিকেট। ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় থাইল্যান্ড নারী ক্রিকেট দল। ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বল খেলে ৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। এ রান করতে সবকয়টি উইকেট হারায় থাইল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত থাইল্যান্ডের দেয়া ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাট করতে নেমে ২ ওভার ১ বল খেলে ১৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী দল।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দল আছে দুর্দান্ত ফর্মে। সর্বশেষ ৫ ম্যাচের ৫টিই জিতেছে তারা। অন্যদিকে ৫ ম্যাচের তিনটি জিতেছে থাইল্যান্ড।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ খেলবে। ফলে গ্রুপ পর্বে প্রতিটি দলের ম্যাচ দাঁড়াবে ৬টি করে। পয়েন্ট তালিকার সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

টি-টোয়েন্টির সমীকরণে ভারত-পাকিস্তান তো আছেই, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাও হতে পারে প্রবল প্রতিপক্ষ।

মেয়েদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ হলেও, এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণে দুটি আর একদিনের সংস্করণে চারটি মিলিয়ে মোট ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আক্তার, সোহেলী আক্তার, শানজিদা আক্তার, জাহানারা আলম।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত