ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে ব্যাট করছে টাইগ্রেসরা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ১৪:০৩  
আপডেট :
 ০৬ অক্টোবর ২০২২, ১৫:৪৮

ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে ব্যাট করছে টাইগ্রেসরা
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি। ছবি: সংগৃহীত

ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুর্বল মালয়েশিয়াকে। নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির আজকের ম্যাচে টস জিতে মালয়েশিয়াকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে টাইগ্রেস অধিনায়ক। পিচ দেখে ব্যাটিংয়ের উপযোগী মনে হওয়ায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জ্যোতি। প্রথমে ব্যাট করে ১৩০ রানের লক্ষ্য দাঁড় করানোর চিন্তা টাইগ্রেস অধিনায়কের। যদিও সিলেটের উইকেটে রান তোলা সহজ নয়!

তবে রেকর্ড জ্যোতিদের পক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবারই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার খেলে ৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, হারিয়েছে ১ উইকেট।

বাংলাদেশ একাদশ

শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা তিশনা।

মালয়েশিয়া একাদশ

উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), মাস এলিসা, আইন্না হামিজা হাশিম, মাহিরা ইজ্জাতি ইসমাইল, নুর আরিয়ান্না নাতসিয়া, এলসা হান্ডার, আইসিয়া এলিসা, নুর হায়াতি জাকারিয়া, সাশা আজমি, নুর দানিয়া সিউহাদা, আইনা নাজওয়া।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত