ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

নারী এশিয়া কাপ-২০২২

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখল ভারত

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ২০:৩২  
আপডেট :
 ১০ অক্টোবর ২০২২, ২০:৩৫

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখল ভারত

নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় দীপ্তি-মান্ধানারা। ভারতের বড় জয়ে এশিয়া কাপের লড়াইয়ে টিকে থাকার আশা বেঁচে রইল বাংলাদেশের। টিকে থাকতে হলে আরব আমিরাতকে হারাতে হবে বাংলার মেয়েদের।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ভারতীয় বোলারদের তোপের সামনে শুরুতেই নাজেহাল হয়ে পড়েন থাই নারীরা। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ২৪ রানের ব্যবধানে বাকি ৯ উইকেটও হারিয়ে ফেলে নারুইমল চাইওয়াইয়ের দল। ৩৭ রানে থামে থাই নারীদের ইনিংস। একমাত্র ওপেনার নান্নাপাত বাদে কেউই পেরোতে পারেনি এক অংকের ঘর।

আরও পড়ুন: ছোট লক্ষ্যে বড় ধাক্কা খেল বাংলাদেশের মেয়েরা

মাত্র ৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হারমানপ্রীত করের দল। থাইল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন নাথহায়া বোচাথাম। এ জয়ে গ্রুপের সেরা দল হওয়ার দৌড়ে এক পা দিয়ে রাখল ভারত।

সাত দলের ৬টির বিপক্ষে খেলে ৫ ম্যাচে জয় পেয়েছে ভারত। গ্রুপের লড়াইয়ে একমাত্র পাকিস্তানের বিপক্ষেই হোঁচট খেয়েছিলেন দীপ্তি-মান্ধানারা।

৪ ওভার হাত ঘুরিয়ে ৯ রানে ৩ উইকেট নেয়া স্নেহ রানা জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

বাংলাদেশ জার্নাল/মনির

  • সর্বশেষ
  • পঠিত