ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিশ্বাস রাখুন, আর্জেন্টিনা নিরাশ করবে না: মেসি

  ক্রীড়া ডেস্ক:

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৬:৫৪  
আপডেট :
 ২৩ নভেম্বর ২০২২, ১৭:০৫

বিশ্বাস রাখুন, আর্জেন্টিনা নিরাশ করবে না: মেসি
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি । ছবি: ইন্টারনেট

আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপে গোল করলেন। মারাদোনা, বাতিস্তুতাদের টপকে চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ডও গড়লেন। তবুও মেসির শেষ বিশ্বকাপে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে পরাজয় দিয়েই শুরু কাতার বিশ্বকাপ মিশন। সৌদি আরব ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটন।

তবে অনেকেই বলছেন সৌদির জয় বিরাট অঘটন নয়। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের সৌদি ফুটবলাররা যেভাবে আর্জেন্টাইন ডিফেন্সে আক্রমণ করেছিল সেটাকে কুর্নিশ জানাতেই হবে। লড়াইটা ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ের ৩ বনাম ৫১ র মধ্যে। কিন্তু ৯০ মিনিটে যে লড়াই করল সৌদি আরব, তাতে আবার প্রমানিত হল বিশ্ব মঞ্চে কোনও দলই ছোট নয়।

সৌদি আরবের কাছে এমন পরাজয় সমর্থকদের বিশ্বাস নাড়িয়ে দেয়ার জন্য যথেষ্ট। তবে দলটির সেরা তারকা লিওনেল মেসি বিশ্বাস হারাচ্ছেন না। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি জানালেন, এই হারটা বড় একটা ধাক্কা, সেটা সবার জন্যই। মেসির ভাষ্য, মানুষজন আমাদের ওপর বিশ্বাস রেখেছিল। সবার জন্যই এটা বড় একটা ধাক্কা। তাদের কেউই আমাদের এভাবে শুরু হোক, এমনটা কল্পনাও করেননি।

আরও পড়ুন: সৌদির কাছে হারলেও মেসির নতুন দুই রেকর্ড

তবে মেসি এরপরই ভক্তদের হতাশ না হওয়ার আহ্বান জানালেন। বললেন, আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।

এমন হারের পর মেসি দলে আরও বেশি ঐক্য চাইলেন। তিনি বলেন, কোনো অজুহাত নেই। আমাদের এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দলটা শক্তিশালী, এটা দেখিয়েছেও। এটা এমন একটা পরিস্থিতি যাতে আমরা অনেক দিন ধরে পড়িনি। এখন আমাদেরকে দলের আসল শক্তিমত্তাটা দেখাতে হবে।

সৌদির কাছে হারলেও আর্জেন্টিনার আশা একেবারে শেষ হয়ে যায়নি। মেসি বলেন, আমরা দুটো ম্যাচের দিকে তাকাচ্ছি এখন। বিষয়টা আমাদের ওপর নির্ভর করছে এখনো। আমরা জানি আমরা সেটা করব।

উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের সাক্ষাৎ হয়েছিল মোট চারবার। দুবার জিতেছিল আর্জেন্টিনা, দুবার ড্র। তবে ইতিহাস বদলে দিলেন সৌদি ফুটবলাররা। হতাশায় মাঠ ছাড়তে হল মেসিকে। আর্জেন্টিনা হেরেছে। সৌদির আরবের বিপক্ষে হেরে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জোন্টনার হার।

‘সি’ গ্রুপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে ২৭ নভেম্বর মেক্সিকোর সাথে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত