ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

অভিশপ্ত লুসাইলে আর্জেন্টিনার ‘ডু অর ডাই’ ম্যাচ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৬:৫১

অভিশপ্ত লুসাইলে আর্জেন্টিনার ‘ডু অর ডাই’ ম্যাচ
মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা । ছবি: ইন্টারনেট

অভিশপ্ত লুসাইল! কাতার বিশ্বকাপে এই মাঠে অভিযান শুরু করেছিলেন লিওনেল মেসি। মেসি গোল করা সত্ত্বেও সৌদি আরবের কাছে হার! এ বারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন। বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম অঘটন। এখানেই শেষ নয়। ব্রাজিলও এই মাঠেই বিশ্বকাপ অভিযান শুরু করেছে। দল জিতেছে। অনবদ্য দুটি গোল করেছেন রিচার্লিসন। তবে এই মাঠেই চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। আর এই মাঠেই আজ আরও একবার নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেক্সিকোর বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলে বিশ্বকাপ থেকে বিদায়ও হয়ে যেতে পারে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ মেসির। শেষ সুযোগও। শূন্য হাতে ফিরতে হবে না তো?

পিএসজি তারকা মেসি ফিট রয়েছেন তো! বিশ্বকাপের শুরু থেকে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। প্রথম ম্যাচে খেলেছেন। ম্যাচের ১০ মিনিটে তার পেনাল্টি গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। তবুও মেসিকে ঠিক মেসির মতো লাগেনি। মেক্সিকোর বিরুদ্ধে তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।

মেক্সিকোর কোচ জেরার্ডো (টাটা) মার্টিনো। বার্সেলোনায় মেসিকে কোচিং করিয়েছেন। আর্জেন্টিনাকেও কোচিং করেছেন টাটা। মেসি এবং তার দল, নিজের দেশের ফুটবল সম্পর্কে সবই জানা মেক্সিকোর আর্জেন্টাইন কোচের। আরও একটা বড় বাধা রয়েছে মেসির সামনে। মেক্সিকো গোলরক্ষক ওচোয়া। পোল্যান্ড তারকা রবার্ট লেওয়ানডস্কির পেনাল্টি বাঁচিয়ে দলকে এক পয়েন্ট অন্তত দিয়েছেন।

সৌদি আরবের কাছে অপ্রত্য়াশিত হার, মেক্সিকো ও্র মেসির পরিস্থিতি। সাংবাদিক সম্মেলনে সবই খোলসা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সাংবাদিক সম্মেলনে সৌদির কাছে অপ্রত্য়াশিত হার, মেক্সিকো ও মেসির বর্তমান পরিস্থিতি সবই খোলসা করলেন। বলেছেন, সৌদির বিপক্ষে ম্যাচে দল যে পরিকল্পনায় নেমেছিল, এই ম্যাচেও কিছু বদলাবে না। একটা ম্যাচে খারাপ ফলের জন্য নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি নই। তবে এই ম্যাচে আমাদের বাস্তবটাকে পরিবর্তন করতে হবে এবং মেক্সিকোকে হারানো নিয়ে ভাবতে হবে। ধাক্কা খেলে উঠে দাঁড়াতে হয়। আমাদের প্লেয়াররা সেটাই করবে। নিজেদের খেলার ধরন নিয়ে আমাদের মধ্যে কোনও ধোঁয়াশা নেই। তবে প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে। মেক্সিকো খুবই ভালো দল। ওদেরও নিঃসন্দেহে মজবুত কোনও পরিকল্পনা রয়েছে। ওদের কোচ অনবদ্য। আক্রমণাত্মক ফুটবল খেলে।

সাংবাদিক সম্মেলনে এরপরই উঠে এল মেসি প্রসঙ্গ। বলেছেন, মেসি একদম ঠিক রয়েছে। তবে সব থেকে বড় বিষয়, দলের সকলকে প্রয়োজন। আশা করছি, এই ম্যাচে সব ঠিক হয়ে যাবে। মেসি শারীরিক ও মানসিক, সবদিক থেকেই সেরা জায়গায় রয়েছে।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত মেক্সিকো

মেক্সিকো কোচ টাটা মার্টিনো প্রতিপক্ষতে বাড়তি প্রশংসায় ভরিয়ে বলেন, জিততে হলে আমাদের সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে। অসম্ভবকে সম্ভব করতে হবে। এ বারের বিশ্বকাপে খেতাব জেতার জন্য়ই এসেছি। তার জন্য এই ম্যাচটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নকআউটে যেতে হলে, এই ম্যাচ জিততেই হবে।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর সাথে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে খেলবেন মেসিরা।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত