ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পূর্ণ শক্তির একাদশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:১৮  
আপডেট :
 ০৫ ডিসেম্বর ২০২২, ২২:২৭

কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পূর্ণ শক্তির একাদশ
কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের পূর্ণ শক্তির একাদশ । ছবি: ইন্টারনেট

কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কাতারের ৯৭৪ স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় এশিয়ার ‘রেড ড্রাগন’ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের ‘হট ফেবারিট’ ব্রাজিল। শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই ব্রাজিলের বিপক্ষে নামতে চলেছে সন হিউং মিন, হোয়াং হি-চানরা।

অপরদিকে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লজ্জাজনক হারের পর বেশ চাপে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন শুধু দেখার অপেক্ষা চাপ সামলে কতটা পাওয়ার ফুটবল খেলতে পারে সেলেসাও?

তবে ব্রাজিল সমর্থকদের কোরিয়া ম্যাচে আকর্ষণের মূল কেন্দ্র হল নেইমার মাঠে নামবেন কিনা।

ক্যামেরুন ম্যাচের পর অনুশীলন শুরু করেছেন নেইমার। বল পায়ে অনুশীলনে পুরোপুরি ফিট দেখিয়েছে তিতের দলের প্রধান তারকাকে। প্রথম একাদশে নেইমারকে রাখা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন ব্রাজিল কোচ। তবে যা খবর প্রথম একাদশে নেইমারকে রেখেই দল সাজাতে চলেছেন তিতে। কোরিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে সাম্বা বাহিনী।

শেষবার কোরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে ৫-১ গোলে জিতেছিল ব্রাজিল। তবে সেই জয়কে মাথায় না রেখে বিশ্বকাপের ম্যাচ সম্পুর্ণ আলাদা বলেই জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। দক্ষিণ কোরিয়াকে যথেষ্ট সমীহ করে তিনি জানিয়েছেন, পরিকল্পনা তৈরি। শারীরিক এবং মানসিক ভাবেও এই ম্যাচের জন্য প্রস্তুত। ফ্রেন্ডলি ম্যাচে কী হয়েছিল, সেটা ভেবে খুশি থাকলে চলবে না। এটা বিশ্বকাপ। কঠিন গ্রুপ থেকে উঠে এসেছে কোরিয়া। প্রতিপক্ষকে সম্মান দিয়েই আমাদের ভালো খেলতে হবে।

বিশ্বকাপে পারফরম্যান্স ওঠা-নামা করেছে দক্ষিণ কোরিয়ার। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে হারতে হয়েছিল কোরিয়াকে। তবে শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোর টিকিট পাকা করে কোরিয়া।

এশিয়ার ‘রেড ড্রাগন’ নক আউটে ব্রাজিলের বিপক্ষে লড়াই দিতে প্রস্তুত সনরা। গুয়ে-সাং চো, হোয়াং হি-চান, সন হিউং মিনদের অভিজ্ঞতা ও একাধিক তরুণ ফুটবলারদের উপর ভরসা রেখেই ব্রাজিল বধের রণনীতি সাজাচ্ছেন কোরিয়ার কোচ সার্জিও ই ক্যাস্ট্রো কস্টা।

ম্যাচের আগে দলের প্রধান তারকা সন বলেছেন, শেষ ষোলোয় জায়গা করে নেওয়া আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল। আমাদের আরও বড় স্বপ্নের দিকে এগোতে হবে। নকআউটে পৌঁছেছি মানেই আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যাচ্ছে না। আশা করছি, দল হিসেবে আরও একটা মিরাকল ঘটাতে পারব।

পরিসংখ্যান

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন (গোলরক্ষক), মিলিতাও, মারকুইনহোস, সিলভা, দানিলো, পাকেতা, কাসেমিরো, নেইমার/রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ

কিম সেউং-গিউ (গোলরক্ষক), মুন-হোয়ান কিম, মিন জায়ে কিম, ইয়ং-গুওন কিম, জিন-সু কিম, ইন-বিয়ম হোয়াং, উ ইয়ং জুং, উ-ইয়ং জিয়ং, হিউয়েং মিম সন, হি-চ্যান হোয়াং, গুয়ে-সুং চো।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত