ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ছেলে আর্সেনালের ভক্ত, খুশি করতে ক্লাবই কিনছেন মুকেশ আম্বানি

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:৪২

ছেলে আর্সেনালের ভক্ত, খুশি করতে ক্লাবই কিনছেন মুকেশ আম্বানি
ছেলেকে খুশি করতে ক্লাবই কিনছেন মুকেশ আম্বানি । ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব আর্সেনাল কেনার ব্যাপারে আগ্রহী রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এর আগে লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন ভারতের এই কোটিপতি ব্যবসায়ী। এ বার মুকেশ আর্সেনাল কিনতে পারেন বলে জানিয়েছে এক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মুকেশ আম্বানির ছেলে আকাশ আর্সেনালের ভক্ত। ছেলের ইচ্ছেতেই লন্ডনের ক্লাব কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য মিরর’ জানিয়েছিল যে, লিভারপুল কেনার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশ। তার স্ত্রী নীতা আম্বানি এবং ছেলেকে প্রতি ম্যাচেই গ্যালারিতে হাজির থাকতে দেখা যায়।

অন্য দিকে, আইএসএল যারা চালায়, সেই ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডেরও মালিক আম্বানির সংস্থা। ফলে খেলাধুলোর দল কেনা আম্বানির কাছে নতুন কোনও বিষয় নয়।

আর্সেনালের আগে লিভারপুল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মুকেশ আম্বানি। লিভারপুলের মালিক আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। তারা ক্লাব বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন সংস্থার দরজায় দরজায় ঘুরছে। তাতেই মুকেশ আগ্রহ দেখিয়েছিলেন। ৪ বিলিয়ন মার্কিন ডলারে লিভারপুল বিক্রি করে দিতে পারে এফএসজি। শেয়ার নয়, সরাসরি ক্লাব বিক্রি করার দিকেই আগ্রহ দেখিয়েছিল তারা।

সেই ক্লাব মুকেশ আম্বানি কিনতে পারেন বলে জানা গেলেও এখনও পর্যন্ত চুক্তি হয়নি। এ বার লিভারপুল নয়, আর্সেনাল কেনার ব্যাপারে ভারতের কোটিপতি ব্যবসায়ী আগ্রহী।

উল্লেখ্য, ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ফোর্বস ম্যাগাজিনের বিচারে পৃথিবীর দশম ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বেশ কয়েকদিন ধরেই ফুটবলে বিনিয়োগ করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত