ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া-মরক্কোর একাদশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২, ২০:৪০

তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া-মরক্কোর একাদশ
ক্রোয়েশিয়া-মরক্কো ম্যাচ । ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে উঠতে পারেনি মরক্কো ও ক্রোয়েশিয়া। তাই এই দুই দল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামছে দু'দল।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। অন্যদিকে মরক্কো সেমিফাইনালে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যায়।

গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া ১৯৯৮ বিশ্বকাপেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। যেখানে তারা নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছিল। অন্যদিকে আফ্রিকার দেশ মরক্কো এবারই প্রথম সেমিফাইনালের গণ্ডি পার করেছে। ফলে তাদের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে।

এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। যেখানে ১৯৬৬ সালে প্রথমবারের দেখায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্রোয়াটরা। আর শেষ ম্যাচটি হয়েছিল চলমান বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

সেমিফাইনালে হারলেও এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চায় দু'দল। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া মাঠে নামছে ৩-৫-২ ফরমেশন নিয়ে। অন্যদিকে মরক্কো মাঠে নামছে ৪-৪-৩ ফরমেশন নিয়ে।

ক্রোয়েশিয়ার শুরুর একাদশ

ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক),স্ট্যানিসিচ, গার্দিওল, সুতালো, পেরিসিচ, মাজার, কোভাসিচ, মড্রিচ, ওরাসিচ, আন্দ্রেজ ক্রামরিক, মার্কো লিভাজা।

মরক্কোর শুরুর একাদশ

ইয়াসিন বৌউনো (গোলরক্ষক), হাকিমি, ইয়ামিক, দারি, আতিয়াত-আল্লাহ, আমরাবাত, সাবিরি, এল খানৌস, জিয়েচ, বাউফল, নাছেরি।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত