ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

তাইজুলের তৃতীয় আঘাত, অস্বস্তিতে ভারত

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩  
আপডেট :
 ২৩ ডিসেম্বর ২০২২, ১১:৩০

তাইজুলের তৃতীয় আঘাত, অস্বস্তিতে ভারত
ভারত শিবিরে তাইজুলের তৃতীয় আঘাত । ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম দিনে মুমিনুল হকের লড়াইয়ের পরও অস্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ভারত শিবিরে স্তব্ধতা নেমে আসে তাইজুলের স্পিন ঘূর্নিতে। ৩০তম ওভারে তাইজুলের তৃতীয় স্বীকার চেতেশ্বর পূজারা। অনবদ্য ক্যাচ ধরেন মোমিনুল হক। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ২৪ রান করেন পূজারা। ভারত দলীয় ৭২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। ৩টি উইকেটই নিয়েছেন তাইজুল। কোহলি ১৬ রানে ব্যাট করছেন।

প্রথম দিনেই ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশে ইনিংস। এরপর ভারত ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৯ রান করে দিন শেষ করে। উইকেটে ছিলেন লোকেশ রাহুল ও শুভমান গিল। তবে দ্বিতীয় দিনের শুরুতে ভারত শিবিরে তাইজুলের জোড়া আঘাত। চালকের আসনে বাংলাদেশ।

১৩তম ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৪৫ বলে ১০ রান করেন। ভারত প্রথম ইনিংসে ২৭ রানের মাথায় ১ উইকেট হারায়। এরপর ১৫তম ওভারে তাইজুলের প্রথম বলে এবার এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৩০ বলে ২০ রান করেন।

প্রথম দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম দিনেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২২৭ রানে। মোমিনুল হক ৮৪, মুশফিকুর রহিম ২৬, লিটন দাস ২৫, নাজমুল হোসেন শান্ত ২৪, শাকিব আল হাসান ১৬, জাকির হাসান ১৫ ও মেহেদি হাসান মিরাজ ১৫ রান করেন।

ভারতের পক্ষে সর্বাধিক ৪টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ২ উইকেট নিয়েছেন এক যুগ পর টেস্ট খেলতে নামা জয়দেব উনাদকাট।

দিনের তৃতীয় সেশনে প্রথম ইনিংসে নেমে বিনা উইকেটে ১৯ রান করে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন লোকেশ রাহুল (৩) ও শুভমান গিল (১৪)। বাংলাদেশ থেকে ২০৮ রানে পিছিয়ে টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছে লোকেশ রাহুলের দল।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত