ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

মন্ত্রী ওয়াহাবের এক ওভারে ৬ ছক্কা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৬  
আপডেট :
 ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৬

মন্ত্রী ওয়াহাবের এক ওভারে ৬ ছক্কা
ইফতিখার আহমেদ । ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ ব্যাট হাতে চার, ছয়ের বন্যা বইয়ে দেয়া ইফতিখার আহমেদ পাকিস্তানে ফিরেই দেখালেন তান্ডব! পিএসএলের প্রদর্শনী ম্যাচে মন্ত্রী ওয়াহাব রিয়াজের এক ওভারে হাঁকিয়েছেন ৬ ছক্কা। ৫০ বলে খেলেছেন ৯৪ রানের দুরন্ত ইনিংস। ২৩ ছক্কায় নামের পাশে ৩৪৭ রান নিয়ে বিপিএলকে বিদায় বলে যাওয়া ইফতিখার আজ ঘরের মাঠে পেশোয়ার জালমির বিপক্ষে প্রদর্শনী ম্যাচে নেমেই ব্যাট হাতে তুললেন ঝড়।

পিএসএলকে সামনে রেখে মুখোমুখি হয়েছে ইফতিখারের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও রিয়াজের পেশোয়ার জালমি। কোয়েটার ইনিংসে ১৯তম ওভার করতে আসেন রিয়াজ। সেই ওভারে সব কটি বলেই ছক্কা হাঁকান বরিশালের হয়ে দারুণ ফর্মে থাকা ইফতিখার। প্রথম বলেই ফ্লিকটাইপ শটে বল মাঠছাড়া করেন তিনি। রিয়াজ দ্বিতীয় বলটি করেন শর্ট লেন্থে। সেই বলে উড়িয়ে ব্যাট চালিয়ে ছক্কা পান তিনি। পরের চারটি বলেও ফল একই।

ইফতিখারকে আটকাতে পরের বল করেছিলেন ফুলার লেংথে। তবুও আটকানো যায়নি ডানহাতি এই ব্যাটারকে। ওয়াহাবের ফুলার লেংথ ডেলিভারি উড়িয়ে মেরেছেন লং অফ দিয়ে। টানা তিন বলে তিন ছক্কা খাওয়ার পরের বল করেছিলেন অফ স্টাম্পের অনেকটা বাইরে। প্রায় ওয়াইড লাইনে থাকা বল হাঁটু গেড়ে পাঠিয়ে দেন ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারের ওপারে।

নিজের শেষ ওভারের পঞ্চম বল করেছিলেন বেশ খানিকটা শর্ট। ওয়াহাবের শর্ট লেংথ ডেলিভারিতে ইফতিখার ছক্কা মেরেছেন থার্ডম্যানের উপর দিয়ে। শেষও বলও একই লেংথে করেছিলেন ওয়াহাব। তবুও ছয় বলে ৬ ছক্কা থেকে বিরত রাখা যায়নি ইফতিখারকে। থার্ডম্যানের দিয়ে ছক্কা মেরে ওয়াহাবের এক ওভারে ৬ ছক্কা মারার কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার। ইফতিখারের এমন ব্যাটিং তাণ্ডবে কোয়েটা থামে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে।

পেশোয়ার জালমির বোলারদের ওপর তাণ্ডব চালানো এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলে। এর আগে ৪২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। নিজের শেষ ১৮ বলে ৪৩ রান করেছেন ইফতিখার। এদিকে নিজের প্রথম তিন ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেয়া ওয়াহাব ৪ ওভারের কোটা শেষ করেছেন ৪৭ রান দিয়ে।

বাংলাদেশ জার্নাল/সামি/আরআই

  • সর্বশেষ
  • পঠিত