ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সেভিয়াকে হারিয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৭

সেভিয়াকে হারিয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সা
সেভিয়াকে হারিয়ে শীর্ষ স্থান মজবুত বার্সেলোনা । ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় বার্সেলোনা ও সেভিয়া। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেলো জাভি হার্নান্দেজের দল। টানা পঞ্চম জয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালানরা।

নিজেদের মাঠে এদিন ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে বার্সা, তবে পাচ্ছিল না গোলের দেখা। এর ওপর ম্যাচের পঞ্চম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সার্জিও বুসকেটস। যা বড় ধাক্কা হয়ে আসে বার্সার জন্য। এই সুযোগে আক্রমণের ধার বাড়ায় সেভিয়া।

ম্যাচের ১৬তম মিনিটে গোলের দারুণ সুযোগ পায় বার্সা। তবে রবার্ট লেভান্দোস্কির জোরাল শট ঠেকিয়ে দলকে সে যাত্রায় রক্ষা করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো। একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচের ২৬তম মিনিটেও।

আবারও লেভান্দোস্কির দূরপাল্লার শট কোনোমতে ঠেকিয়ে দেন এই মরোক্কান গোলরক্ষক। বাকি সময়ে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি বার্সা। তাই প্রথমার্ধ শেষে গোলশূন্য বিরতিতে যেতে হয় দু’দলকে।

বিরতি থেকে ফিরে ভয়ংকর হয়ে উঠে স্বাগতিকরা । একের পর এক আক্রমণে তখন বিপর্যস্ত অতিথিরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোলের খাতা খুলে বার্সা।

৫৮ মিনিটে জর্দি আলবার গোলে লিড পায় বার্সেলোনা। জটলার মধ্যে ডি-বক্সের ভেতর ফ্র্যাঙ্ক ইয়ানিকের অ্যাসিস্ট থেকে আলতো টোকায় বল জালে জড়ান এ স্প্যানিয়ার্ড ডিফেন্ডার। ৭০ মিনিটে রাফিনহার পাস থেকে স্কোরলাইন ২-০ করেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা গাভি। আর ৯ মিনিট পর কাতালানদের আরও এগিয়ে দেন রাফিনহা। জর্দি আলবার সাথে দারুণ বোঝাপড়ায় দলের তৃতীয় গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হয়ে ৩-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বাংলাদেশ জার্নাল/সামি/আরআই

  • সর্বশেষ
  • পঠিত