ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ইংল্যান্ডকে ১‌৫৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৬:৪৯

ইংল্যান্ডকে ১‌৫৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সংগৃহীত ছবি

বাংলাওয়াশ এড়াতে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য টাইগারদের। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। চলতি ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেছেন অপরাজিত ৪৭ রান। এই দুই জনের ব্যাটে চড়ে ইংল্যান্ডকে ১৫৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

শুরু থেকেই টাইগার দুই ওপেনারের ব্যাটে এগোতে থাকে দল। তবে দলীয় ৫৫ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করে ফিরে যান রনি তালুকদার। এরপর তিনে নামা নাজমুল হেসেন শান্তকে নিয়ে লড়তে থাকেন লিটন।

অবশ্য অর্ধ-শতকের পরই ফিরে যেতে পারতেন লিটন তবে লিটনের সহজ সেই ক্যাচ ছেড়ে দেন বেন ডাকেট। এরপরই শুরু হয় লিটনের চার-ছক্কার ফুলঝরি। অন্যপ্রান্তে শান্তও ব্যাট চালাতে থাকেন। তবে লিটন থেমে যান ৭৩ রানের মাথায়, ক্রিস জর্ডানের বলে ক্যাচ আউট হয়ে।

১৩৯ রানে ২ উইকেট হারানোর পর দলের দায়িত্ব নিতে মাঠে নেমে পড়েন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/সামি/আরকে

  • সর্বশেষ
  • পঠিত