ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

মালান-বাটলারের বিদায়ের পর স্বস্তিতে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৮:০৭  
আপডেট :
 ১৪ মার্চ ২০২৩, ১৮:১৬

মালান-বাটলারের বিদায়ের পর স্বস্তিতে বাংলাদেশ
সংগৃহীত ছবি

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৫৮ রান করেছে স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। অভিষেক ম্যাচ খেলতে নামা স্পিনার তানভীর তুলে নেন ফিল সল্টের উইকেট। লিটনের স্টাম্পিংয়ের শিকার ইংলিশ ওপেনার। মারেন গোল্ডেন ডাক।

প্রথম উইকেট পতনের সেই ধাক্কা ভালোমতো সামাল দেয়ার চেষ্টা করেছেন ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার। দ্রুত রান তোলার চেষ্টা করছেন দাভিদ মালান। দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন জস বাটলার। তাদের ব্যাটে ইনিংসের মাঝপথে ভালো অবস্থায় আছে ইংল্যান্ড। আগের ম্যাচে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজ বল পেলেন দ্বাদশ ওভারে। প্রথম তিন বলে তাকে একটি করে চার ও ছক্কা মারলেন জস বাটলার। ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ফিফটি স্পর্শ করলেন দাভিদ মালান। সাকিব আল হাসানের করা ১৩তম ওভারে কোনো বাউন্ডারি আসেনি, তবে এ ওভারে ১০০ পেরিয়ে গেছে ইংল্যান্ড।

পরের ওভারে মুস্তাফিজের স্লো বাউন্সার, পুল করতে গিয়ে ঠিক ব্যাটে-বলে করতে পারেননি ম্যালান। উইকেটের পেছনে লিটন দাস নিয়েছেন সহজ ক্যাচ। এ উইকেটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট পূর্ণ হয়ে গেল মোস্তাফিজের। সব মিলিয়ে মোস্তাফিজের আগে এ কীর্তি আছে মাত্র পাঁচ জনের—টিম সাউদি, সাকিব, রশিদ খান, ইশ সোধি ও লাসিথ মালিঙ্গা।

ম্যালান আউট, ঠিক পরের বলে আউট বাটলারও। মোস্তাফিজের লেংথ বলটা পয়েন্টে খেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বেন ডাকেট, সাড়াও দিয়েছিলেন বাটলার। তবে মিরাজের সরাসরি থ্রোয়ে ভেঙেছে স্টাম্প। জেগে উঠেছে মিরপুর, আবারও গুচ্ছাকারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে ইংল্যান্ড! ইংল্যান্ড অধিনায়ক থেমেছেন ৩১ বলে ৪০ রান করে।

বাংলাদেশ জার্নাল/সামি/আরকে

  • সর্বশেষ
  • পঠিত