৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৬:১৬

মাইলফলক থেকে মাত্র ২৪ রান দূরে ছিলেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেটা স্পর্শই করে ফেললেন তিনি। আয়াল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নেমেই একদিনের ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করলেন তিনি।
|আরো খবর
২১তম ওভারের তৃতীয় বলে কার্টিস ক্যাম্ফারের ডেলিভারিটি মিড অফে টোকা দিয়ে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেন সাকিব। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে ঢুকলেন তিনি।
৭ হাজার রানে পৌঁছতে ২২৮ ওয়ানডের ২১৬ ইনিংসে ব্যাটিং করেছেন সাকিব। ২০২০ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই নিজের ২০৪তম ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন তামিম।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন সাকিব। ৭ হাজার রান ও ৩০০ উইকেট—সাকিবের আগে ওয়ানডেতে এমন ‘ডাবল’ ছিল আর মাত্র দুজনের। একজন শ্রীলঙ্কার কিংবদন্তী সানাৎ জয়াসুরিয়া ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আফ্রিদি এই ডাবল পূরণ করেন ৩৪১ ম্যাচে। জয়াসুরিয়ার লেগেছিল ৩৯৭ ম্যাচ। সাকিব ছুঁলেন স্রেফ ২২৮ ম্যাচে।
বাংলাদেশ জার্নাল/জিকে