ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেকে ফিফটি হৃদয়ের

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৭:০২

তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেকে ফিফটি হৃদয়ের
তৌহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তৌহিদ হৃদয়ের। আর প্রথম ম্যাচে খেলতে নেমেই করলেন ফিফটি। তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়লেন তিনি।

দলীয় শতক পূর্ণ হওয়ার আগে তিন টপ অর্ডারকে হারায় বাংলাদেশ। তারপর তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে জুটি গড়েন সাকিব আল হাসান। দুজনে শতরানের জুটিও অতিক্রম করে ফেলেছেন। যে পথে হৃদয় পেয়ে যান তার অভিষেক ম্যাচে প্রথম অর্ধশতকের দেখা। ৫৫ বল খেলে তিনি অর্ধশতক পূর্ণ করেছেন। তার ব্যাট থেকে আসে পাঁচটি চারের মার।

অভিষেক ম্যাচে ৫০ রান করতে পেরেছেন, বিশ্বে এমন উদাহরণ অনেক। তবে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অর্ধশতক করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার ফরহাদ রেজা। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৫০ বলে ৫০ রান করেন। তার পাঁচ বছর পর ২০১১ সালে নাসির হোসেন এই জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক ম্যাচে করেন ৬৩ রান।

এই দুজনের কেউই এখন জাতীয় দলে নেই। নাসিরের কীর্তির প্রায় এক যুগ পর আরও একবার অভিষিক্ত ক্রিকেটার তার প্রথম ওয়ানডেতে পেলেন অর্ধশতদের দেখা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২৪২ রান করেছে বাংলাদেশ। হৃদয় ৬৬ ও ১৬।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত