ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

৭৫১ দিন পর ঘরের মাঠে পিএসজির লজ্জার হার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০৯:১৪  
আপডেট :
 ২০ মার্চ ২০২৩, ১০:০৫

৭৫১ দিন পর ঘরের মাঠে পিএসজির লজ্জার হার
ঘরের মাঠে পিএসজির লজ্জার হার । ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল পিএসজি। কিন্তু লিগ ওয়ানেও তার দেখা মিললো না। বরং ঘরের মাঠে দুই বছর পর প্রথম হার ফরাসি জায়ান্টদের। মেসি-এমবাপ্পে আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন। তবে রেনের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিস ক্লাব পিএসজির। রেনের হয়ে প্রথম গোল করেন কার্ল তোকো একাম্বি। পরে ব্যবধান বাড়ান আহনু কালিমেন্দু।

রোববার (১৯ মার্চ) ঘরের মাঠে পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি হার দেখেছে ৭৫১ দিন পর। তাদের সর্বশেষ হারটি ছিল ২০২১ সালের এপ্রিলে। মেসি যোগ দেওয়ার পর ঘরের মাঠে প্রথম হারও এটি।

সর্বশেষ জানুয়ারিতে অ্যাওয়ে ম্যাচেও রেনের কাছে পরাজয় দেখেছিল তারা। ভাগ্য বদলালো না ফিরতি দেখাতেও। সব মিলে লিগ ওয়ানে এটি মেসিদের চতুর্থ পরাজয়। যার সব এসেছে চলতি বছরে।

ম্যাচটিতে শুরুতেই আক্রমণে নামে রেন। প্রথম ১০ মিনিটেই দুইবার আক্রমণ করেন দলটির ফরোয়ার্ড কার্ল তোকো একাম্বি। তবে সে যাত্রায় পিএসজি গোলরক্ষক ডোনারুম্মাকে ফাঁকি দিতে পারেননি একাম্বি।

এরপরে কিছুটা জেগে উঠতে দেখে যায় পিএসজির তারকাদের। কিন্তু কিছুতেই সফলতার দেখা মেলেনি। প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ চালিয়ে যান মেসি এবং এমবাপ্পেরা। তবে তারকাদের ঠেলে আচমকা ম্যাচের গতিপথ বদলে দেন রেনের একাম্বি।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে রেনকে লিড গোল এনে দেন বারবার ব্যর্থ হওয়া একাম্বি। সতীর্থ বেঞ্জামিন বোরিগডের পাস থেকে বল পেয়ে ডান পায়ের শট নেন রেনের ফরোয়ার্ড। তাতেই এসে যায় কাঙ্ক্ষিত গোলটি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মেসি-এমবাপ্পের দল।

বিরতি থেকে ফিরে আবারও স্বাগতিক দর্শকদের বুকে শেল বেঁধান আরনঁ কালিমুয়েন্দো। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ক্রিস্তফ গালতিয়েরের শিষ্যরা।

আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি। এবার হারের ব্যবধানটা হয়েছে দ্বিগুণ। লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে এখনো বড় ব্যবধানে এগিয়ে পিএসজি। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত