ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

হাসান-তাসকিনে শুরুতেই এলোমেলো আয়ারল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৫:৩৫  
আপডেট :
 ২৩ মার্চ ২০২৩, ১৫:৪৫

হাসান-তাসকিনে শুরুতেই এলোমেলো আয়ারল্যান্ড
টাইগার পেসার হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। দেখেশুনে ব্যাট করতে থাকা আয়ার‌ল্যান্ডের দুটি উইকেটের পতন হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তারা বেশ সতর্কতার সঙ্গেই মোকাবিলা করছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে এসেই প্রথম আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ৮ রানে তিনি ওপেনার স্টিফেন ডোহেনিকে ফিরিয়েছেন।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। অ্যান্ডি বালবির্নিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন স্টার্লিং। তবে ইনিংসের নবম ওভারে আইরিশ দুর্গে ফের আঘাত হানেন হাসান মাহমুদ। দলীয় ২২ রানে ১২ বলে ৭ রান করে আউট হন স্টার্লিং। এরপর নবম ওভারের চতুর্থ বলে হ্যারি টেক্টর ফেরান হাসান।

এরপর ইনিংসের দশম ওভারে বোলিংয়ে এসে অধিনায়ক অ্যান্ডি বালবির্নির উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। দলীয় ২৬ রানে ১৮ বলে ৬ রান করে আউট হন বালবির্নি। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ১৬ ওভারে চার উইকেট হারিয়ে ৫৫ রান।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত