ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

বোলিংয়ে সেরা দশে সাকিব, শীর্ষ পাঁচে পাকিস্তানের তিন ব্যাটার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৩, ২০:২৯

বোলিংয়ে সেরা দশে সাকিব, শীর্ষ পাঁচে পাকিস্তানের তিন ব্যাটার
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর ফিরতি সিরিজের অপেক্ষায় বাংলাদেশ দল। তার আগেই আইসিসি কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। অবস্থান করছেন ৯ নম্বরে। বোলারদের তালিকায় এটিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। তবে অলরাউন্ড তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। অন্যদিকে ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে জায়গা হয়েছে পাকিস্তানের তিন ব্যাটারের।

বাংলাদেশি পেসারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ, তিনি উঠে এসেছেন ৩৮ নম্বরে। এ ছাড়া নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টাইগার ক্রিকেটাররা আগের অবস্থানেই আছেন। মেহেদী হাসান মিরাজ আগের মতোই ১৮ নম্বরে। সেরা ২০-এ জায়গা টিকিয়ে রেখেছেন আইপিএলে বেঞ্চে বসে থাকা মুস্তাফিজুর রহমানও। ২০ নম্বরেই আছেন তিনি। এ ছাড়া তাইজুল ইসলাম আছেন ৫০ নম্বরে। সেরা ১০০তে নেই আর কোনো বাংলাদেশি বোলার।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ১৭ নম্বরে আছেন মুশফিকুর রহিম। সেরা ২০-এ আছেন তামিম ইকবালও। সাকিব আল হাসান ২৬ ও ৩৪তম স্থানে জায়গা ধরে রেখেছেন লিটন দাস।

তবে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পরপর দুই জয়ে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে সেরা ছন্দে আছেন পাকিস্তানের ব্যাটাররা। আইসিসি শীর্ষ ব্যাটারদের তালিকায় সেরা পাঁচজনের তিনজনই পাকিস্তানি। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাবর আজমকে তাড়া করছেন সবশেষ তিন ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি হাঁকানো ফখর জামান। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ১৮০ রানের ম্যাচজয়ী ইনিংস ফখরকে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩ হাজার রানের পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও বড় সুখবর দিয়েছে। এক লাফে আট ধাপ এগিয়ে ফখরের অবস্থান এখন দুই নম্বরে। তালিকায় পাঁচ নম্বরে আছেন পাকিস্তানের আরেক ওপেনার ইমাম উল হক।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত