আজ তামিম-বিসিবির বিশেষ বৈঠক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১২:২৭ আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৩:০৯
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার এই ক্রিকেটারের সঙ্গে এক বৈঠকে বসবে ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়া কাপে টাইগারদের নেতৃত্ব কে দেবেন তাও নির্ধারিত হবে এই সভায়। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ছাড়াও সেখানে থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের চাওয়াতে কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত হবে এই বৈঠকটি।
তামিম-বিসিবি সভাপতির এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন নির্বাচকরাও। অধিনায়কত্ব ইস্যু সমাধানের পরই ঘোষণা করা হবে এশিয়া কাপের প্রাথমিক দল। এছাড়া বিশ্বকাপের দলেরও রূপরেখা হতে পারে চূড়ান্ত।
তামিম ও বিসিবির যৌথ সিদ্ধান্ত, বৈঠকটি হবে কঠোর গোপনীয়তার মধ্যে। বৈঠকের আগে এটি কোথায়, কখন অনুষ্ঠিত হবে এ বিষয়ে কাউকেই কিছু জানানো হবে না। তবে জানা গেছে, সভার পর সংবাদমাধ্যমকে ডেকে তামিমের সঙ্গে কী আলোচনা হলো, সেটা জানাবেন বিসিবির কর্মকর্তারা।
এর আগে, বুধবার গণমাধ্যমে বিসিবি সভাপতি বলেন, তামিমকে নিয়ে একটি কার্যক্রমের মধ্যে যেতে হবে। ওই কার্যক্রমটা কবে শুরু হবে, কবে শেষ হবে, কতদিন লাগবে, ওর কী মনে হয়, এইগুলো ওর সাথে আলাপ না করে বলাটা কঠিন। আমাদের সাথে বসেই ওর প্ল্যানটা বলবে। কয়েক দিনের মধ্যেই বসবো। যত তাড়াতাড়ি সম্ভব ওর প্ল্যানটা জানতে পারি ততই ভালো।
আরও পড়ুন:সাকিব দল ছাড়ায় বরিশালে তামিম
বাংলাদেশ জার্নাল/এএ