সতীর্থ তানজিম সাকিবকে নিয়ে যা বললেন মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৬

সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। দেশের তরুণ এ ক্রিকেটারের পুরোনো এক ফেসবুক স্ট্যাটাস নিয়ে সমালোচনার ঝড় বইছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পেসার সাকিব ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট সরিয়ে ফেলেছেন এরই মধ্যে।
|আরও খবর
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দ্রুতই এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারীদের প্রতি আপত্তিজনক পোস্টের প্রেক্ষিতে বিসিবি তার ব্যাখ্যা চায়। তিনি এই অভিযোগ অস্বীকার করলেও তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। যার প্রেক্ষিতে কোনো ধরণের শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এরই মধ্যে আজ মঙ্গলবার তানজিম সাকিবকে শুভ কামনা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ বড়সড় একটা স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
সেখানে তিনি লেখেন, আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।
সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।
বাংলাদেশ জার্নাল/সামি