ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ওয়ানডে বিশ্বকাপে কে কত প্রাইজ মানি পাবেন?

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১৭:০০

ওয়ানডে বিশ্বকাপে কে কত প্রাইজ মানি পাবেন?
ওয়ানডে বিশ্বকাপে কে কত প্রাইজ মানি পাবেন?। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। এই ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ১ কোটি ডলার। এরমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার।

সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে মোট ১৬ লাখ ডলার। সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন না করা লিগ পর্ব থেকে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ ডলার।

লিগ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮ লাখ ডলার। এবারের বিশ্বকাপে ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে।

লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

বাংলাদেশ জার্নাল/এএ

  • সর্বশেষ
  • পঠিত