ঢাকা, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ফাইনালে হারের পর যা বললেন রোহিত শর্মা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:১০  
আপডেট :
 ২০ নভেম্বর ২০২৩, ০২:১৬

ফাইনালে হারের পর যা বললেন রোহিত শর্মা
ভারতের অধিনায়ক রোহিত শর্মা, ছবি: সংগৃহীত

মাঠ, গ্যালারি, পরিবেশ সবই ছিল স্বাগতিক ভারতের পক্ষে, তবুও তাদের কাছ থেকে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নিল এবার নিয়ে ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এক যুগ পর বিশ্বকাপের স্বপ্ন দেখলেও তা বাস্তবে রূপ নেয়নি।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ১ লাখ ৩০ হাজার দর্শক হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন।

আসরের শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত অপরাজিত ছিল রোহিত শর্মার দল। ফাইনালে এমন হার নিয়ে খেলা শেষে ভারতীয় কাপ্তান বলেন, ফলাফল আমাদের পক্ষে আসেনি। আমরা আজ যথেষ্ট ভালো খেলতে পারিনি। আমরা সব চেষ্টা করেছি কিন্তু এটা হওয়ার কথা ছিল না। যদি ২০-৩০ রান বেশি হত ভাল হত। রাহুল এবং কোহলি একটি ভাল জুটি করছিল।

তিনি বলেন, আমরা ২৭০-২৮০ রানের দিকে তাকিয়ে ছিলাম কিন্তু আমরা উইকেট হারিয়ে ফেলি। যখন বোর্ডে ২৪০ থাকে, তখন উইকেট নেওয়ার প্রয়োজন থাকে। হেড এবং লাবুশেনকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের সম্পূর্ণরূপে খেলা থেকে ছিটকে দিয়েছে।

ভারতীয় অধিনায়ক বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আমি মনে করি রাতে ব্যাট করার জন্য উইকেট কিছুটা ভালো হয়েছিল। তবে এটি অজুহাত হিসাবে দিতে চাই না। আমরা যথেষ্ট রান করিনি। সিমারদের সামনে রেখে, আমরা সেই ৩টি উইকেট নিয়েছিলাম।

বাংলাদেশ জার্নাল/এসএপি

  • সর্বশেষ
  • পঠিত