ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

অতীত ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১৫:৪৪

অতীত ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ 
ছবি : সংগৃহীত

তিনদিন আগে কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে প্রথম ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এ নিয়ে একেবারেই মুখ খুলছেন না বাংলাদেশের ফুটবলাররা। যতটুকু জানা গেছে, ভুলে ভরা সেই ম্যাচটার ভুলত্রুটি শোধরানোর প্রতিই বেশি মনোযোগী ছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সবাইকে বলেছেন বাড়তি দায়িত্ব নিতে।

বসুন্ধরার কিংস অ্যারেনায় আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ৩টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বাংলাদেশ-ফিলিস্তিন। স্বাগতিক বাংলাদেশের জন্য এই মাঠ বেশ পয়মন্ত, যেখানে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হারেনি লাল-সবুজের দল। কিন্তু কুয়েতে ফিলিস্তিনের কাছে যেভাবে উড়ে গেছে কাবরেরার দল, নিজেদের পছন্দের মাঠে অপরাজিত থাকা কতটা সহজ হবে?

বাংলাদেশ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম বলছেন, খুবই সম্ভব। শুধু অপরাজিত থাকাই নয়, ফিলিস্তিনের বিপক্ষে জেতাও সম্ভব বলে মনে করেন ফাহিম। বললেন, আক্রমণেও উঠতে হবে সবাইকে।

গতকাল এই ফরোয়ার্ড বললেন, ‘কুয়েতে কী হয়েছে, আমরা সেটা ভুলে গেছি। আগের ম্যাচে যেসব ভুল হয়েছিল সেগুলো যদি না করি তাহলে আমাদের পক্ষে জেতা খুব সম্ভব। তবে আক্রমণে সবাইকে একসঙ্গে উঠতে হবে, রক্ষণটাও আমাদের সবাইকে একসঙ্গে করতে হবে। সব ঠিক থাকলে আমাদের পক্ষে জেতা খুবই সম্ভব।’

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত