ঢাকা, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সিরিজ বাঁচানোর লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৪, ২০:৩৮

সিরিজ বাঁচানোর লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র বিপক্ষে প্রথমেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচানোর লক্ষ্যে এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টায় একই ভেন্যু হিউস্টনের অস্থায়ী প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে জয়ের কোনো বিকল্প নেই সফরকারীদের সামনে।

আজকের ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চরম ব্যর্থ হয়েও বারবার সুযোগ পাওয়া লিটন দাশকে বাদ দিয়ে নেয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে। এছাড়া স্পিন অলরাউন্ডার শেখ মাহেদীর জায়গায় পেসার তানজিম হাসান সাকিবকে নেয়া হয়েছে।

বাংলাদেশের জন্য আজকের লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে। আজ হারলেই সিরিজ হাতছাড়া। তাহলে আইসিসির সহযোগী দেশের বিপক্ষে এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত